“চেষ্টার অতিরিক্ত কিছুই মানুষকে দেওয়া হয় না ” – (আল -কুরআন : ৫৩ :৩৯)

হালাল রিযিকের খোঁজে

অতঃপর নামায সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ তালাশ কর ও আল্লাহকে অধিক স্মরণ কর, যাতে তোমরা সফলকাম হও (সূরা-আল-জুমুআহ্- আয়াত-১০)

Member’s ID Batch-11

আস্সালামু আলাইকুম ওয়া-রহমাতুল্লাহ্

সম্মানিত সকল সদস্যবৃন্দ প্রতিদিনের পরীক্ষায় নিজেদের আইডি ব্যবহার নিশ্চিত করা, প্রত্যেক সদস্যকে অনলাইন হতে আয় নিশ্চিত করা এবং পর্দার মধ্যে থেকে আয় প্রশিক্ষণ পরবর্তী সার্টিফিকেট প্রদানসহ ইত্যাদি নানাবিধ কাজে এখন হতে ETDP Member’s ID Number প্রযোজ্য হবে।
যারা ইতোমধ্যে ETDP Member’s ID Number প্রাপ্ত হয়েছেন তারা তাদের নামের তালিকা নিচের ID Number প্রাপ্তদের নামের তালিকা বাটনে ক্লিক করে জেনে নিতে পারবেন।

বি.দ্র.: উপরের নামের লিস্টের মধ্যে যদি আপনার নাম বাদ পড়ে থাকে অথবা আপনি নতুন সদস্য হিসাবে নাম অন্তর্ভূক্ত করতে ইচ্ছা প্রকাশ করেন তাহলে নিচের গুগল ফরমটি পূরণ করে নির্ধারিত WhatsApp, Messenger Group কর্তৃপক্ষদের সাথে যোগাযোগ করে নামটি অন্তর্ভূক্ত করে ফেলার জন্য সবিনয় অনুরোধ করছি।

Leave a Comment

Supportscreen tag